Site icon Jamuna Television

বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

একইসঙ্গে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বই উৎসব পালন করছে। তবে জাতীয় নির্বাচনের কারণে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালন করবে না। স্থানীয়ভাবে জেলা ও উপজেলা প্রশাসন সংক্ষিপ্ত অনুষ্ঠান করে এবং বিদ্যালয়গুলোতে বই উৎসব পালিত হচ্ছে।

এ বছর প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এটিএম/

Exit mobile version