Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

বিনদারাহতে দুর্ঘটনার পরবর্তী দৃশ্য। ছবি: দ্য গার্ডিয়ান।

অস্ট্রেলিয়ায় ট্রেন দুর্ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের বিনদারাহ এলাকায় হয় এই দুর্ঘটনা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ একটি মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে একটি ট্রাকের। সিগন্যাল অমান্য করে ক্রসিং পার হচ্ছিলো ট্রাকটি।

সংঘর্ষের পরই লাইনচ্যুত হয় ট্রেনটি। উল্টে যায় পণ্যবাহী বগিগুলো। ঘটনাস্থলেই প্রাণ যায় ট্রেনের চালক ও সহকারী। এই দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় বন্ধ রাখা হয় হাইওয়ে।

/এআই

Exit mobile version