Site icon Jamuna Television

চীনের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন কং-রে

তীব্র গতিতে চীনের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন কং-রে। বর্তমানে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রয়েছে ঝড়টি।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ঝড়ের প্রভাবে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে এই মুহূর্তে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার। দমকা হাওয়ায় যা ৩১৫ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করছে। প্রাথমিক অবস্থায় সর্বোচ্চ শক্তি নিয়ে ক্যাটাগরি ফাইভে থাকলেও, পরে ঝড়টি গতি হারাতে পারে বলে আশাবাদী দেশটির আবহাওয়াবিদরা।

ঝড়টির গতিপথ নিয়ে এখনও নিশ্চিত নন তারা। তবে শুক্রবার নাগাদ এটি আঘাত হানতে পারে চীনের পূর্ব উপকূলে বলে ধারণা করছেন তারা। যার প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়তে পারে সুদূর সাংহাইতেও। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, পরে গতি হারিয়ে দক্ষিণ কোরিয়া আর জাপানের দিকে সরে যেতে পারে ঝড়টি।

Exit mobile version