Site icon Jamuna Television

ইথিওপিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৪৪

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ গেছে অন্তত ৪৪ জনের। এ সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে ৭০ হাজার মানুষ।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওরোমিয়া আর বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে গত দু’তিন দিন ধরে চলছে সংঘাত। ওরোমিয়া পরিদর্শনে যাওয়া চার স্থানীয় সরকারি কর্মকর্তাকে হত্যার জেরে সংঘাতের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলটিতে বিপুলসংখ্যক সেনা মোতায়েন থাকলেও, উত্তাপ বিরাজ করছে এখনও।

দীর্ঘদিন ধরে জাতি বিভাজনের শিকার আফ্রিকান দেশটি। গত সেপ্টেম্বর মাসে একই রকম সহিংসতায় রাজধানী আদ্দিস আবাবায় নিহত হয় ৫৮ জন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে উদ্বাস্তু হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের ১০ লাখ বাসিন্দা।

Exit mobile version