Site icon Jamuna Television

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েক জেলায় বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কয়েক জেলার বিএনপির বেশ কয়েকজন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ সানু, ঢাকা জেলার দোহার থানা বিএনপির অর্থ সম্পাদক জাফর ইকবাল জাহিদ, ফরিদপুরের সদরপুর থানার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী।

এএস/

Exit mobile version