Site icon Jamuna Television

তারেকের দরকার আমেরিকা-ইউরোপ: কাদের

ফিলিস্তিন ও গাজায় চলা গণহত্যা নিয়ে দেশের একটিও ইসলামপন্থী দলকে কথা বলতে ও মিছিল করতে দেখেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১ জানুয়ারি) ঢাকার কলাবাগানে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, এরা মুসলমানদের সো কল্ড এজেন্ট বলে দাবি করে। অথচ ফিলিস্তিনের গাজায় যখন গণহত্যা চলে তখন একটি কথাও বলেনি। এদেশের একটিও ইসলামীপন্থী দলের মিছিল দেখলাম না। বিএনপি একটি স্লোগানও তুললো না। ফখরুল তারেককে বলে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতিবাদ করে মাঠ দখল করে নিয়েছে। তারেক বলে আরে রাখো- ফিলিস্তিন। আমার দরকার আমেরিকা, ইউরোপ। তারা খুশি না থাকলে আন্দোলন করে লাভ হবে না।

তিনি বলেন, নির্বাচন বিরোধীরা অস্ত্র নিয়ে আসো, আগুন নিয়ে আসো ওই হাত পুড়িয়ে দেবো। অস্ত্র নিয়ে আসা হাত ভেঙেচুরে দেবো আমরা।

এ সময় তিনি আওয়ামী লীগের সবাইকে ৭ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে লাল কার্ড দিয়ে বের করার কথাও বলেন।

/এনকে

Exit mobile version