Site icon Jamuna Television

ভোটের পরে প্রার্থীদের হলফনামা যাছাইয়ের ইঙ্গিত দিলো দুদক

দ্বাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের দেয়া হলফনামা যাচাইবাছাই করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

সোমবার (১ জানুয়ারি) দুদক কার্যালয়ে এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন তিনি।

প্রার্থীদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। নির্বাচনটা শেষ হোক। নির্বাচন শেষে প্রার্থীদের সম্পদের হিসাবের সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ আছে আমাদের।

পরে ৩ জনকে তিন ক্যাটাগরিতে এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ তুলে দেয়া হয়। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের নুরুজ্জামান লাবু, অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের এফ এম আবদুর রহমান মাসুম ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মাই টিভির মাহবুব সৈকত পুরস্কার পেয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুদক কমিশনার মো. জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেনও উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version