Site icon Jamuna Television

কুড়িগ্রাম-৪: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেপি’র (মঞ্জু) প্রার্থী

কুড়িগ্রাম করেসপনডেন্ট:

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় কুড়িগ্রাম-৪ আসনের জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১ জানুয়ারি) দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

এর আগে, ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হন রুহুল আমিন। বর্তমানে তিনি ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

জানান, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার পক্ষে নির্বাচনের প্রচারণা চালানো সম্ভব না। আর এ কারণেই এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মো. সাইফুর রহমান বাবলুকে সমর্থন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি তার কর্মী-সমর্থকদের লাঙ্গলের হয়ে কাজ করারও আহ্বান জানান।

এএস/

Exit mobile version