Site icon Jamuna Television

বিদায়ী বছরে সোনালী ব্যাংকে পরিচালন মুনাফা বেড়েছে

বিদায়ী বছরে পরিচালন মুনাফা বেড়েছে রাষ্ট্রায়াত্ত্ব সোনালী ব্যাংকের। বেড়েছে ঋণ বিতরণ ও খেলাপি আদায়ের পরিমাণও। তবে শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে থাকা প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা থেকে আদায় হয়েছে মাত্র ২৭০ কোটি টাকা।

সোমবার (১ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।

তিনি বলেন, গত বছর পরিচালন মুনাফা হয়েছে প্রায় ৩ হাজার ৮শ’ কোটি টাকা। এরমধ্যে সুদ থেকে ৮শ’ ২৭ কোটি। ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ ছাড়াও বাড়ানো হয়েছে ঋণ বিতরণ। গত বছরে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশের বেশি। মোট ঋণের ১৫ শতাংশই দেয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। বিতরণ করা ঋণ খেলাপি না হওয়া ব্যাংকের আয় বেড়েছে বলেও জানানো হয়।

তবে রেমিট্যান্স আয়ে পিছিয়ে পড়া, সময়মতো ঋণপত্রের দায় পরিশোধ করতে না পারাসহ বেশকিছু ক্ষেত্রে ব্যর্থতাও আছে ব্যাংকটির।

/এমএন

Exit mobile version