Site icon Jamuna Television

জানুয়ারিতে শৈত্যপ্রবাহ বইতে পারে এক বা দুটি

নতুন বছরের শুরুতেই আবহাওয়া নিয়ে মিশ্র পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। জানিয়েছে, জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। অর্থাৎ পূর্বের চেয়ে ঠান্ডার অনুভূতি কম লাগতে পারে। তবে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকবে। ডিসেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ৩ ডিসেম্বর, চট্টগ্রামে—৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিসেম্বর, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মাসে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও তাতে বলা হয়। জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা বলে আবহাওয়া অধিদফতর।

এতে আরও বলা হয়, জানুয়ারিতে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত থাকতে পারে।

/এমএন

Exit mobile version