Site icon Jamuna Television

স্মরণীয় সিরিজ শেষে দেশে ফিরেছে টাইগাররা

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে কিউইদের ঘরের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে টাইগাররা।

সিরিজে প্রথম দুই ওয়ানডেতে হারলেও লড়াই করেছেন টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে আসে বড় সাফল্য। কিউইদের তাদের মাটিতে প্রথমবারের মতো হারায় বাংলাদেশ। স্বাগতিকদের মাটিতে নামিয়ে ৯ উইকেটের দাপুটে জয় পায় টাইগাররা।

এরপর টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই বাজিমাত বাংলাদেশের। নেপিয়ারে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে গুটিয়ে ফেলার পর জয় পায় ৫ উইকেটে। সুযোগ ছিল কিউইদের মাটিতে প্রথমবার সিরিজ জেতারও। তবে দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় ম্যাচ হেরে সে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।

/এনকে

Exit mobile version