Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসান সফর করেন তিনি। সেখানে সংবাদ সম্মেলন করার সময় তার ঘাড়ের বাঁপাশে ছুরিকাঘাত করা হয়। খবর বিবিসি ও দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ।

বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করা হয়েছে। লি জায়ে-মিউং গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে অল্প ব্যবধানে হেরে যান তিনি।

ছুরিকাঘাতের পর লি জায়েকে যখন হাসপাতালে নেয়া হয় তখন তিনি স্বাভাবিকই ছিলেন। ক্ষত হয়েছে তবে সেটি প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।

৫৯ বছর বয়সী লি জায়ে কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দিচ্ছেন। তিনি দক্ষিণ কোরিয়ার আইনসভার বর্তমান সদস্য নন, তবে ২০২৪ সালের এপ্রিলে অনুষ্ঠিতব্য পরবর্তী সাধারণ নির্বাচনে তিনি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংবাদমাধ্যমের খবর।

/এনকে

Exit mobile version