Site icon Jamuna Television

ড. ইউনুসের সাজায় সরকারের হাত নেই: তথ্যমন্ত্রী

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো:

শ্রমিক কর্মচারীদের করা মামলায় ড. ইউনুসের সাজা হয়েছে সরকার এখানে কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রামের দেওয়ান বাজারের নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, ড. ইউনুসের মামলার রায়কে ঘিরে দেশে বিদেশে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সরকারকে প্রশ্নবিদ্ব করা হচ্ছে, সরকার এই মামলা করেনি। আদালত স্বাধীনভাবে তাদের কাজ করেছে। একটি মহল বিষয়টিকে অন্যভাবে ঠেলে দেয়ার চেষ্টা করছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। গাড়িতে পেট্রোলবোমা মেরে বলে তারা মারেনি।

এছাড়া, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি।

এএস/

Exit mobile version