Site icon Jamuna Television

পূর্বধলায় রেললাইনের স্লিপার তুলে নাশকতার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা :

ময়মনসিংহ-জারিয়া রেললাইনের নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া বালুঘাট এলাকা সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে রেললাইনের স্লিপার তুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা । বিষয়টি টের পেয়ে দ্রুত রেললাইন সংস্কার করেছে  স্থানীয় রেল কর্তৃপক্ষ।

পুলিশ ও রেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে দেখে কে বা কারা রেললাইনের স্লিপার তুলে রেখেছে। পরে এ বিষয়ে পুলিশকে জানানো হয়।  খবর পেয়ে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দ্রুত লাইন সংস্কার করে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

জারিয়া এলাকার আনসার কমান্ডার জিয়াউর রহমান বলেন, সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে বিষয়টি টের পেয়ে আমাকে জানায়।  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে তা কর্তৃপক্ষকে জানাই। পরে তারা ট্রেন থামিয়ে সংস্কার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রেলপথটি বেশ পুরাতন হওয়ায় এমন আরো নাট খোলা আছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি কোনো নাশকতা নয়। বিষয়টি
তদন্ত করে দেখা হচ্ছে।

এএস/

Exit mobile version