Site icon Jamuna Television

উস্কানি দিলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করা হবে: কিম জং উন

রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি: আল জাজিরা।

উস্কানি দিলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সমূলে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার (১ জানুয়ারি) এ তথ্য জানায় বার্তাসংস্থা ‘কেসিএন’।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই হুমকি দেন কিম জং উন। এ সময় যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক তৎপরতার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

কিম বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে পুনর্মিলনের আর কোনো সম্ভাবনা নেই। ওয়াশিংটন ও সিউল যদি উস্কানিমূলক কোনো আচরণ করে তাহলে তাদের নির্মূল করবে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।

এর আগে, নতুন বছরে মহাকাশে আরও তিনটি স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছেন কিম। এদিকে উত্তর কোরিয়ার যে কোনো হুমকি বা হামলা একসাথে প্রতিহত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।

/এআই

Exit mobile version