Site icon Jamuna Television

‘২৪ এ রাশিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে ইউক্রেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ছবি: বিবিসি।

নতুন বছরে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলবে ইউক্রেন। এমন প্রত্যয় জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি জানান, আগের বছরের চেয়ে কয়েকগুণ শক্তিশালী হয়েছি আমরা। নিজ দেশে উৎপাদন করা হবে অত্যাধুনিক অস্ত্র ও ড্রোন। তৈরী অস্ত্র দিয়ে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সবাইকে বলবো, মনে সাহস রাখুন। ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দিন। জয় আমাদেরই হবে নিশ্চয়ই।

জেলেনস্কি আরও বলেন, এবছর ইউক্রেনের আকাশে নিশ্চিতভাবে দেখা যাবে এফ-সিক্সটিন যুদ্ধ বিমান। ভাষণের সময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজেদের সফলতার চিত্র তুলে ধরেন তিনি। তবে মার্কিন ও ইউরোপীয় সামরিক সহায়তার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

/এআই

Exit mobile version