Site icon Jamuna Television

হিম শীতল জলে সাঁতার কেটে নতুন বছর শুরু ক্রোয়াটদের

হিম শীতল ঠান্ডা পানিতে ঝাঁপ দিচ্ছে লোকজন। পুরোনো ছবি: সংগৃহীত

ব্যতিক্রমী আয়োজনে বছর শুরু করলো ক্রোয়েশিয়ার বাসিন্দা ও পর্যটকরা। সোমবার (১ ডিসেম্বর) প্রচণ্ড শীতের মধ্যে হিম ঠান্ডা পানিতে সাঁতার কেটে নতুন বছর উদযাপন করে তারা। খবর ব্যাংকক পোস্টের।

স্লাটিনা সমুদ্র সৈকতে ঐতিহ্যবাহী কুকালি সাঁতারের মাধ্যমে বরণ করা হয় নতুন বছরকে। সাহসী কাজের মাধ্যমে বছর শুরু করতেই মজার এ আয়োজন বলে জানান তারা।

এই আয়োজনে অংশ নেন প্রায় অর্ধশতাধিক মানুষ। স্থানীয় ও পর্যটক উভয়কেই বেশ আনন্দ করতে দেখা যায়। সমুদ্র সৈকতে ঐতিহ্যবাহী কুকালি সাঁতারের জন্য অ্যাড্রিয়াটিক সাগরের জলে নামেন তারা।

তাদের পরনে ছিলো ঐতিহ্যবাহী ডোরাকাটা সুইম স্যুট ও মাথায় ছিলো সান্তা ক্লজের লাল টুপি। এই পোষাকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমুদ্রের পানিতে নামেন তারা। উপভোগ করেন জলকেলি।

/এএম

Exit mobile version