Site icon Jamuna Television

ডেঙ্গুতে বছরের প্রথম প্রাণহানি

ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যা এ বছরের প্রথম প্রাণহানি। মঙ্গলবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত ব্যক্তি রাজধানী ঢাকার বাসিন্দা।

এর আগে সোমবার (১ জানুয়ারি) ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩ এবং ঢাকার বাইরের ৪৭ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ১৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ জন। আর ১০৬ জন ঢাকার বাইরের।

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে ১৭০৫ জনের প্রাণহানি ঘটেছে।

/আরএইচ

Exit mobile version