Site icon Jamuna Television

ভোট: গাজীপুরে মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর মহানগরীর আওতাধীন নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরমধ্যে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা চলবে ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত।

মঙ্গলবার (২ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মাহবুব আলম এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানিয়েছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট গ্রহণের নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত যেকোনো ধরনের ভারী যানবাহনসহ ট্রাক, ট্যাক্সি ক্যাব/কার, মাইক্রোবাস, পিকআপ, বাস, জিপ, টেম্পো, স্থানীয় পর্যায়ের বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন, ইঞ্জিন চালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

একইসাথে ৫ জানুয়ারি দিবাগত রাত ১২টা হতে ৮ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।  

এছাড়া আরও বলা হয়েছে, নির্বাচন উপলক্ষ্যে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনি এজেন্টদের জন্য বর্ণিত নির্দেশনা প্রযোজ্য হবে না। পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। 

কতিপয় জরুরী পরিসেবা যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রম পরিচালনা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়াও জাতীয় মহাসড়ক, জরুরী পণ্য, ঔষধ, খাদ্য ইত্যাদি দ্রব্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে ব্যবহৃত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা শিখিল থাকবে বলেও জানানো হয়েছে।

/এমএইচ

Exit mobile version