Site icon Jamuna Television

৭ দফা দাবিতে সারা দেশে জেলা প্রশাসকদের কাছে বিএনপির স্মারকলিপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবিতে সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় খুলনা, মেহেরপুর, মাগুরা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় স্মারকলিপি দেয় নেতাকর্মীরা। এসময় তারা কার্যকর ভূমিকা রাখতে ডিসিদের প্রতি আহ্বান জানান। একইসাথে বিভিন্ন জায়গায় সংক্ষিপ্ত সমাবেশ করেছে দলটি। এসময় বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। বিএনপির ৭ দফা মেনে নিয়ে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চান নেতারা।

Exit mobile version