Site icon Jamuna Television

৮৩ দিন পরই চাকরি হারালেন রুনি

কোচের চাকরি হারালেন ওয়েন রুনি। মাত্র ১৫ ম্যাচ দায়িত্ব পালন করার পর এই সাবেক ইংলিশ স্ট্রাইকারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বার্মিংহ্যাম সিটি।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিবৃতি দিয়ে ৩৮ বছর বয়সী রুনির সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দলটি।

বামিংহ্যামের দায়িত্ব নেয়ার ৮৩ দিন পরই চাকরি হারালেন রুনি। টানা হারে কোচের পদ থেকে সাবেক এই ইংলিশ ফরোয়ার্ডকে বরখাস্ত করল চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহ্যাম সিটি। সাড়ে তিন বছরের চুক্তিতে গত ১১ অক্টোবর বামিংহ্যামের কোচ হয়েছিলেন রুনি। সে সময় চ্যাম্পিয়নশিপের ছয় নম্বরে থাকা বার্মিংহ্যাম হারতে হারতে এখন টেবিলের ২০ নম্বরে। রুনির অধিনে ১৫ ম্যাচের মধ্যে ৯টি হেরেছে দলটি।

ফুটবল ছাড়ার পর ডার্বি কাউন্টি ও ডিসি ইউনাইটেডের কোচিং করানোর পর বামিংহ্যামের দায়িত্ব পেয়েছিলেন ওয়েন রুনি।

/এএম

Exit mobile version