Site icon Jamuna Television

দিনাজপুর-২: সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর:

দিনাজপুর-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহবুব আলম তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টি বিরল উপজেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মূলত নির্বাচন কতটা সুষ্ঠু হবে এ নিয়ে তার সন্দেহ আছে। ভোট গণনায় অস্বচ্ছতা এবং ফলাফল ঘোষণায় পক্ষপাতিত্ত্ব হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর এসব কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার এই প্রার্থী।

তিনি বলেন, ভোটারদের কাছে গেলে ভোটাররা সাফ জানিয়ে দিচ্ছে যে আপনারা ২৬টি আসন পেয়েছেন তাহলে আমাদের কাছে কেন এসেছেন।
দেশ এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমার মনে হয়েছে নির্বাচন থেকে সরে যাওয়াটাই সময়োপযোগী সিদ্ধান্ত।

কারোর চাপে প্রার্থিতা প্রত্যাহার করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী মাঠের কার্যক্রমে কোনো প্রকার চাপ ছিলোনা। সব ভালোভাবেই চলছিলো। তবে জনগণ যেহেতু চাচ্ছে না, তাই আমি প্রার্থিতা প্রত্যাহার করছি।

উল্লেখ্য, এই আসনে জাতীয় পার্টির প্রার্থিতা প্রত্যাহারের পর নির্বাচনে মাত্র দু’জন প্রার্থী থাকলেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌকা প্রতীকে এবং সাবেক জাপা নেতা আনোয়ার হোসেন চৌধুরী জীবন ঈগল মার্কা নিয়ে ভোটের মাঠে রয়েছেন।

এএস/

Exit mobile version