Site icon Jamuna Television

নির্বাচন কেমন হবে আমরা নিশ্চিতভাবে জানি না: জিএম কাদের

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

নির্বাচন কেমন হবে তা আমরা নিশ্চিতভাবে জানি না। পরিবেশ ঠিক করার জন্য বলা হলেও অনেক জায়গায় তা হচ্ছে না। শেষ পর্যন্ত নির্বাচন কিভাবে হয়, ফলাফল কিভাবে ঘোষণা করা হয় তা দেখে আমরা বুঝতে পারবো জাতীয় পার্টি কয়টা আসন পাবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (৩ জানুয়ারী) দুপুরে রংপুরের কমিউনিটি মেডিকেল কলেজের চিকিসক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন জাপার এই চেয়ারম্যান।

এ সময় জিএম কাদের আরও বলেন, আমি এখান থেকে নির্বাচন করায় মানুষ খুব খুশি। এই এলাকারই সন্তান আমি। অনেকের সাথে আমার আত্মীয়তার সম্পর্কও আছে। সাধারণভাবেই এখানকার জনগন লাঙ্গল এবং জাতীয় পার্টিকে অন্তরে ধারণ করে। নির্বাচনের ফলাফল ভালো হবে ইনশা আল্লাহ।

এএস/

Exit mobile version