Site icon Jamuna Television

ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, পাস ১৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীন প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১৩.০৪ শতাংশ শিক্ষার্থী।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এবার বিজ্ঞান অনুষদের পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৭ হাজার ৫৭২ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ১০ হাজার ১১৭ জন।

পাসের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। ‘ক’ ইউনিটের অধীনে আসন রয়েছে এক হাজার ৭৫০টি।

পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ জানা যাবে।

এ ছাড়া DU KA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা তার ফল জানতে পারবে।

পাস করা শিক্ষার্থীরা আগামী ১৭ অক্টোবর বিকাল ৩টা থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।

কোটায় আবেদনকারীদের ৮-১৫ অক্টোবরের মধ্যে তালিকা বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ৪-১১ অক্টোবর পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

Exit mobile version