Site icon Jamuna Television

হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আর নেই

হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মো. আলী হোসেন মারা গেছেন। সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর আলু বাজার বড় মসজিদে মরহুম মো. আলী হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ১১টায় তেজগাঁও এর রহিম মেটাল মসজিদে দ্বিতীয় ও বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

আলী হোসেন সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ছিলেন।

আলী হোসেনের পরিবার সকলের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এছাড়া, যমুনা গ্রুপের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।

/এএম

Exit mobile version