Site icon Jamuna Television

আবারও হামলা হুতিদের, ক্ষয়ক্ষতি না হওয়ার দাবি ওয়াশিংটনের

ফাইল ফটো: রয়টার্স

লোহিত সাগরে আবারও হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বাণিজ্যিক জাহাজ টার্গেট করে নিক্ষেপ করেছে মিসাইল। মঙ্গলবার (২ জানুয়ারি) মার্কিন প্রশাসন নিশ্চিত করে এ তথ্য। খবর রয়টার্সের।

জাহাজের নাম ও মালিকানা উল্লেখ না করে জানায়, নৌযানটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি যোদ্ধারা। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ওয়াশিংটনের। ১৯ নভেম্বর থেকে এ নিয়ে মোট ২৪টি হামলা চালালো ইরান সমর্থিত গোষ্ঠীটি।

এদিকে, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের একের পর এক হামলার জেরে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। গুরুত্বপূর্ণ নৌরুটটি নিরাপদ রাখতে করণীয় নিয়ে হবে আলোচনা।

এর আগে, হুতিদের রুখতে গত ১৮ ডিসেম্বর ১০ দেশের জোট গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন।

/এএম

Exit mobile version