Site icon Jamuna Television

র‍্যাঙ্কিংয়ে শরীফুল-মোস্তাফিজের উন্নতি

ছবি: সংগৃহীত

গেলো বছরটা টি-টোয়েন্টিতে দুর্দান্ত গেছে শান্ত-লিটনদের। ১৩ ম্যাচে ১০ জয়ের বছরের শেষটা হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে ১-১ এ সিরিজ ড্রয়ের মাধ্যমে। যেখানে সবচেয়ে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন শরীফুল। জিতেছেন সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। এবার মাঠের পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র‍্যাঙ্কিংয়েও পেলেন শরীফুল।

টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন শরীফুল। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষ পাঁচেও নেই শরীফুল। সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান আছেন ২২ নম্বরে। নিউজিল্যান্ডে তিন ম্যাচে ২ উইকেট নিলেও ওভারপ্রতি ৪.৮৮ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। আর তাতেই পাঁচ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ।

বাংলাদেশের বোলারদের মধ্যে ক্রমানুসারে এরপর আছেন সাকিব আল হাসান (২৮), মেহেদী হাসান (২৯), তাসকিন আহমেদ (৩৩), নাসুম আহমেদ (৩৫) ও হাসান মাহমুদ (৪৩)। আগের সপ্তাহে সাকিবই সবার ওপরে ছিলেন। সিরিজটা না খেলায় ছয় ধাপ পিছিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্রিকেট থেকে আপাতত দূরে থাকা সাকিব।

/আরআইএম

Exit mobile version