Site icon Jamuna Television

স্বামীকে খুঁজতে বেরিয়ে দেড় যুগ পর বাড়ি ফিরলেন ঝিনাইদহের চান্দনা

সিনেমাকেও হার মানালো বাস্তবের গল্প। দেড়যুগ পর বাড়ি ফিরলেন ঝিনাইদহের চান্দনা খাতুন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে, পরিবারের সদস্যরা ভেবেছিলেন আর বেঁচে নেই। তবে নতুন বছরের প্রথম দিনই হারিয়ে যাওয়া নারীকে পেয়ে স্বজনদের বাঁধ ভাঙা আনন্দ।

দুই সন্তানের মা চান্দনা। ২০০৫ সালে স্বামী খুঁজতে বের হয়ে, ফেরেননি বাড়ি। বাক প্রতিবন্ধী চান্দনাকে খুঁজতে কোনো চেষ্টাই বাদ রাখেনি পরিবার। পত্র-পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি, থানা, হাসপাতাল এমনকি গেছেন কবিরাজের কাছেও। শেষমেষ যশোর রেলস্টেশনে মেলে তার দেখা।

দীর্ঘ ১৮ বছর পর মাকে ফিরে পেয়ে আনন্দ-অশ্রুতে সিক্ত সন্তানরা। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী তো বটেই, দূর-দূরান্ত থেকে তাকে দেখতে যাচ্ছেন অনেকে। ৭০ বছর বয়সী চান্দনা খাতুন ঝিনাইদহের দেবী নগর গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী।

এটিএম/

Exit mobile version