Site icon Jamuna Television

পুলিশের ব্যাখ্যায় মার্কিনিরা সন্তুষ্ট: ডিবির হারুন

নির্বাচন সামনে রেখে বিএনপির কোনো নেতাকর্মীকে নির্যাতন বা বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে না। দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকা সফররত মার্কিন পর্যবেক্ষক দলকে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যায় মার্কিন যৌথ কারিগরি মূল্যায়ন দলের অংশ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) তিন কর্মকর্তা। তারা নির্বাচনী সহিংসতা, বিশেষত হিরো আলমসহ প্রার্থী নির্যাতনের কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেন বলে জানিয়েছেন হারুন অর রশিদ।

বিএনপি নেতাদের গ্রেফতার ও নির্যাতন ইস্যুতে গোয়েন্দা পুলিশের দেয়া ব্যাখ্যা মার্কিনিদের সন্তুষ্ট করেছে বলে মনে করেন ডিএমপির ডিবি প্রধান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ থাকলেও দলের নেতাকর্মীদের সাথে কীভাবে লিফলেট বিতরণ কর্মসূচিতে নামছেন সে প্রশ্নও করেন পুলিশের এই কর্মকর্তা। জানান, ২৮ অক্টোবরের পর থেকেই একটি দল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সহিংসতা করছে। তারা সবাই যুবদল ও ছাত্রদলের।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে পুলিশ কাজ করছে বলেও এ সময় উল্লেখ করেন হারুন অর রশীদ।

/এমএন

Exit mobile version