Site icon Jamuna Television

১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের ধুুলদী বাজারে ১০ টাকা কেজি চালের ডিলার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর ইকবাল চুন্নকে হাতেনাতে আটক করেছে ফরিদপুর র‌্যাবের একটি দল। আজ দুপুরে চাল দেওয়ার সময় জাফর ইকবালকে দোকান থেকে আটক করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর র‌্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ধুলদী বাজারে ১০ টাকা কেজি চাল দেওয়ার একটি দোকান থেকে চাল কম দেওয়ার সময় হাতে নাতে একজনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৬৭টি বেনামী চালের কার্ড উদ্ধার ও ১৪টি ভুয়া নামের কার্ড উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ফরিদপুর সদর সহকারী কমিশনার(ভূমি) পারভেজ মল্লিক ১৮৬০ সালের পেনাল কোর্ডের ১৮৮ ধারায় ১৫ দিনের সাজা প্রধান করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

Exit mobile version