Site icon Jamuna Television

শৈত্যপ্রবাহ থাকতে পারে আরও দু’দিন: আবহাওয়া অফিস

উত্তরের তিন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও দু’দিন থাকতে পারে। এমন তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতর।

শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। কুয়াশার সাথে হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। উত্তরাঞ্চলে নেমেই চলেছে শীতের পারদ। গতকাল বুধবারও (৩ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন ওই অঞ্চলের তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিলো দিনাজপুর ও কুড়িগ্রামে।

গতরাতে ঢাকার তাপমাত্রাও ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এছাড়া পশ্চিম ও দক্ষিণাঞ্চলেও বইছে হিমেল বাতাস। তীব্র কুয়াশায় ঢাকা পড়েছে সূর্য। শীতে বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে তাদের। এ মাসেই সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এসজেড/

Exit mobile version