Site icon Jamuna Television

রুডিগারের গোলে উঁচুতেই রইলো রিয়াল

ছবি: এক্স

লা লিগায় ঘরের মাঠে টেবিলে ১৪ নম্বরে থাকা মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লিগ টপার রিয়াল মাদ্রিদ। রুডিগারের শেষদিকের গোলে নতুন বছর জয় দিয়ে শুরু করলো আনচেলত্তির শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সাথে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলো মায়োর্কা। নিজেদের রক্ষণ সামলে বেশ কয়েকবার আক্রমণেও ওঠে অতিথি দলটি। তবে কখনও পোস্ট আবার কখনও ক্রসবারে বাধা পায় তাদের প্রচেষ্টা। মায়োর্কার জমাট রক্ষণে প্রথমার্ধে সুবিধা আদায় করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে গোলশুন্য রেখে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না গ্যালাক্টিকোরা। অবশেষে ৭৮ মিনিটে লুকা মডরিচের কর্নার থেকে জয়সূচক গোলটি আদায় করে নেন অ্যান্টোনিও রুডিগার।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকলো আনচেলত্তি শিষ্যরা। সেই সাথে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ মজবুত করলো লা লিগার শীর্ষস্থান।

/এএম

Exit mobile version