Site icon Jamuna Television

মোরাতার হ্যাটট্রিকও বাঁচাতে পারেনি অ্যাটলেটিকোকে

ছবি: গেটি ইমেজ

লা লিগার আরেক ম্যাচে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-৩ ব্যধানে হারিয়েছে জিরোনা। আলভারো মোরাতার হ্যাটট্রিকেও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা।

৭ গোলের রোমাঞ্চ ছড়ানোর ম্যাচে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জিরোনা। শিরোপার রেসে রিয়াল মাদ্রিদকে চোখ রাঙানো দলটি এগিয়ে যায় ভ্যালেরি ফার্নান্দেজের গোলে। ১৪ মিনিটেই দলকে সমতায় ফেরান মোরাতা। ২৬ ও ৩৯ মিনিটে জিরোনার হয়ে গোল করেন স্যাভিও ও ডেলি ব্লাইন্ড। বিরতিতে যাওয়ার আগে মোরাতা আরও একটি গোল শোধ করলে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিরতির পর ৫৪ মিনিটে পলের অ্যাসিস্ট থেকে দলকে আবারও সমতায় ফেরান আলভারো মোরাতা। পাশাপাশি পূরণ করেন নিজের হ্যাটট্রিক। তবে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে স্বপ্ন ভঙ্গ হয় সফরকারীদের। ইভান মার্টিনের গোলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জিরোনা।

এই জয়ে ১৯ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট (৪৮) পেয়ে গোল ব্যবধানে দ্বিতীয়তে আছে জিরোনা। দশ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয়তে অ্যাটলেটিকো মাদ্রিদ।

/এএম

Exit mobile version