Site icon Jamuna Television

হামাস নেতাকে হত্যার পর লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল

লেবাননে হামাসের শীর্ষ নেতাকে হত্যার পর দেশটিতে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল। বুধবার (৩ জানুয়ারি) তেল আবিবের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর ৯ সদস্য। যার মধ্যে একজন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

ইসরায়েলের হামলার পাল্টা জবাবও দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এদিন দেশটির নাকুরা শহরে ব্যাপক হামলা চালিয়েছি ইসরায়েলি সেনারা।

আইডিএফের দাবি, হিজবুল্লাহর সামরিক স্থাপনায় এ অভিযান চালানো হয়। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হিজবুল্লাহর সাথে নিয়মিত বিরতিতে সংঘাতে জড়াচ্ছে তেল আবিব। এখন পর্যন্ত দেড়শ সেনা সদস্য হারিয়েছে হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহর পাল্টা অভিযানে প্রাণ গেছে ১১ ইসরায়েলির।

এসজেড/

Exit mobile version