Site icon Jamuna Television

কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর জনসমাবেশে হামলা: ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি রাইসির

ইরানের প্রয়াত সেনা কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ হামলায় প্রাণ গেছে শতাধিক নিরীহ মানুষের। এ নৃশংসতার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

তেহরানে জনসমাবেশে দেয়া ভাষণে ইসরায়েলকে এ কড়া হুঁশিয়ারি দেন রাইসি। তিনি বলেন, আমি ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিচ্ছি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই অপরাধের মূল্য তোমাদের দিতেই হবে। যে অপরাধ তোমরা করেছো তার জন্য একদিন অবশ্যই অনুশোচনা করবে।

এদিকে, নিহতদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। কেরমান প্রদেশে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৯৫ জন। আহত আরও ২১১।

মূলত, বুধবার (৩ জানুয়ারি) ছিল আলোচিত সেনা কর্মকর্তার জেনারেল কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ইরানের কেরমান প্রদেশে সোলাইমানির মাজারে অনুষ্ঠিত হয় বিশেষ সভা। এতে যোগ দেন হাজার হাজার মানুষ। আলোচনা চলাকালে হঠাৎ বিস্ফোরিত হয় প্রথম বোমা। এর কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটানো হয় দ্বিতীয় বোমাটির। এতে শতাধিক সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

এসজেড/

Exit mobile version