Site icon Jamuna Television

জাপানে ভূমিকম্প: ব্যাহত উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে ৭৮

ছবি: রয়টার্স

ভারী বৃষ্টি আর তীব্র ঠাণ্ডায় ব্যাহত হচ্ছে জাপানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারকাজ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৮ জনে। আহত আরও তিন শতাধিক, যাদের মধ্যে কমপক্ষে ২০ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছে ফ্রান্স টোয়েন্টিফোর।

এর মধ্যেই জীবিতদের সন্ধানে চালানো হচ্ছে অভিযান। প্রতিকূলতার মধ্যেই দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। যদিও ভূমিকম্পের প্রায় তিনদিন পেরিয়ে যাওয়ায় আটকা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ।

গত সোমবার (১ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে অনুভূত হয় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইশিওয়াকা। একদিনেই দেড় শতাধিক আফটারশক অনুভূত হয় দুর্গত এলাকায়। উত্তাল হয়ে ওঠে সাগর। উপকূলে আছড়ে পড়ে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। ধ্বংস হয়ে গেছে হাজারও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা।

/এএম

Exit mobile version