Site icon Jamuna Television

১১ ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধের পর দে‌শের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্প‌তিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দি‌কে নদী‌তে কুয়াশার ঘনত্ব ক‌মে গে‌লে এরু‌টে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়। এর আগে বুধবার রাত সোয়া ৯টা থে‌কে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইড‌ব্লিউটি‌সি কর্তৃপক্ষ।

এদি‌কে দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে যাত্রী ও যানবাহনের চালকরা। বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. আব্দুর র‌হিম জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল ৮টা ২০ মি‌নিট থে‌কে ফে‌রি চলাচল স্বা‌ভা‌বিক হ‌য়ে‌ছে। এরআগে কুয়াশায় কিছুই না দেখ‌তে পাওয়ায় রাত সোয়া ৯টা থে‌কে ফেরি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছি‌ল। এখন নদী পারের অ‌পেক্ষায় সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের সি‌রিয়াল দ্রুত ক‌মে যা‌বে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version