Site icon Jamuna Television

মোহাম্মদপুরে ৯ ছিনতাইকারী আটক, বেরিয়ে এলো আরও ভয়ানক তথ্য

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা করা হয়েছে। তারা ভাড়াটে গুণ্ডা হিসেবেও কাজ করতো বলে জানিয়েছে র‍্যাব। আসন্ন নির্বাচনে ভাড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা ছিল তাদের।

বুধবার (৩ জানুয়ারি) রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতরা কবজি কাটা গ্রুপ ও বিরিয়ানি সুমন বাহিনীর সদস্য। বিভিন্ন সময় এলাকায় ছিনতাই, চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে ডজনের বেশি মামলা রয়েছে। আটককৃতরা টাকার বিনিময়ে বিভিন্ন পক্ষের হয়ে অপরাধমূলক কাজ করে বলে দাবী করেন কর্মকর্তারা।

এই গ্রুপের সদস্যরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য টাকার বিনিময়ে ভাড়া খাটার পরিকল্পনা করছে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা। রাজনৈতিক পরিচয় না থাকলেও এদের মদদদাতাদের নাম পাওয়া গেছে, যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা।

এসজেড/

Exit mobile version