Site icon Jamuna Television

সার-বিদ্যুতের ভর্তুকির বকেয়া: বন্ড কিনবে দুই ব্যাংক

নগদ টাকার সংকটে পড়ায় সার ও বিদ্যুতের ভর্তুকি বাবদ দায় বিশেষ বন্ডের মাধ্যমে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সার আমদানির ভর্তুকি বাবদ সোনালী ও আইএফআইসি ব্যাংক সাড়ে ৪ হাজার কোটি টাকার বন্ড কিনবে।

সার আমদানি বাবদ সোনালী ব্যাংকের কাছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের দায় মেটাতে ব্যাংকটির অনুকূলে ৪ হাজার কোটি টাকার বন্ড ইস্যু হচ্ছে। বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে সার আমদানি বাবদ আইএফআইসি ব্যাংকে পাওনা বাবদ প্রায় ৪৫৯ কোটি টাকার বন্ড ইস্যু করছে অর্থ মন্ত্রণালয়।

গত জুন শেষে বিদ্যুৎ ও সারে ভর্তুকি বাবদ সরকারের বকেয়া প্রায় ৪২ হাজার কোটি টাকা। নগদ অর্থে পরিশোধ করা কঠিন হয়ে পড়ায় বন্ডের মাধ্যমে দায় পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে। এই ২ খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টি ব্যাংকে সাড়ে ২৫ হাজার টাকার দায় রয়েছে। এর কিছু অংশ ইতোমধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে। এর মধ্যে সারের ভর্তুকি বাবদ সাড়ে ১০ হাজার কোটি এবং বিদ্যুতের ভর্তুকি বাবদ রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

/এমএন

Exit mobile version