Site icon Jamuna Television

লাস ভেগাসে সাজা ঘোষণার সময় বিচারকের ওপর হামলা

বিচারের শুনানি চলাকালীন বিচারকের ওপরই হামলা চালিয়েছেন এক আসামি। বুধবার (৩ জানুয়ারি) নাটকীয় এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি আদালতে। খবর নিউইয়র্ক টাইমস, এবিসির।

কোর্টরুমে এমন কাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, লাস ভেগাসে ক্লার্ক কাউন্টির বিচারক ম্যারি কে হোলথাসের ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আসামি। আকস্মিক হামলায় নিজের চেয়ার থেকে পড়ে যান বিচারক। পেয়েছেন আঘাত।

অভিযুক্ত ডেওব্রা রেডেনের (৩০) বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তার একটি ‘ফেলোনি ব্যাটারি’ (ভিক্টিমের অসম্মতিতে তার শরীরে ইচ্ছাকৃত আঘাত করা)। এসব অভিযোগে তার বিচার চলছিল।

/এএম

Exit mobile version