Site icon Jamuna Television

ভোটারদের ভয়ভীতি দেখানোয় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা সালমা ইসলামের

নির্বাচনী প্রচারের শেষ দিকে এসে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম। তাই সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে সরকারপ্রধান নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি দেয়ায় এখনও অবিচল আছেন বলে জানিয়েছেন।

সালমা ইসলাম বলেছেন, দোহার-নবাবগঞ্জের মানুষ তাকে ভালোবাসেন। তারা এর প্রমাণ আগেও দিয়েছেন, ৭ তারিখেও দেবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে কাল শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হচ্ছে ভোটের প্রচারণা। সারাদেশেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। ঢাকা-১ আসনেও এর ব্যতিক্রম নেই। এছাড়া, হেভিওয়েট প্রার্থী থাকায় সবার চোখও এই আসনের দিকে।

লাঙ্গলের প্রার্থী সালমা ইসলাম এমপি হবার দৌড়ে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ছুটে যাচ্ছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যেখানেই গণসংযোগ করতে গেছেন, সেখানেই পাচ্ছেন স্থানীয়দের বিপুল সাড়া।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে নবাবগঞ্জের আগলাতে সংক্ষিপ্ত নির্বাচনী সভায় অংশ নেন সালমা ইসলাম। ভোট চান লাঙ্গল প্রতীকে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তিনি।

সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে দোহার-নবাবগঞ্জের মানুষ আবারও তাকে জয়ী করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সালমা ইসলাম।

/এমএন

Exit mobile version