Site icon Jamuna Television

শুক্রবার সারাদেশে মিছিল করবে বিএনপি

অবৈধ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, দলের সকল রাজনৈতিক নেতার মুক্তি দাবি এবং ভোট বর্জনে চলমান অসহযোগের সমর্থনে সারাদেশে মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কাল শুক্রবার (৫ জানুয়ারি) এ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়া, একই দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় শুরু হয়ে এ হরতাল চলবে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত। অর্থাৎ ভোটের দিন ৭ জানুয়ারি সারাদিন হরতাল পালন করবে দলটি। আর ভোটের আগের ১৮ ঘণ্টা এবং পরের দিন ৬ ঘণ্টা এই কর্মসূচি পালন করবে তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে বর্তমানে যে সেটআপ আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা না করতেও আহ্বান জানান বিএনপির এ নেতা।

/আরএইচ/এমএন

Exit mobile version