Site icon Jamuna Television

মৃত্যুর আগে বলে গেলেন ঘাতকদের নাম

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার তিতাসে ডেকে নিয়ে হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে এক ব্যবসায়ীকে। তবে মৃত্যুর আগে ঘাতকদের নাম বলে গেছেন তিনি। যার একটি ভিডিও এসেছে যমুনা টেলিভিশনের হাতে।

বুধবার (৩ জানুয়ারি) তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মাজারুল ইসলাম ওরফে মাসুম। তিনি একই উপজেলার নারান্দিয়া গ্রামের চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে।

মৃত্যুর আগে তিনি যাদের নাম বলে গেছেন তারা হলেন— গৌরিপুরের শুক্কুর, নারান্দিয়ার মামুন ও রকিব। এছাড়া আরও অনেকেই ছিল বলে জানালেও তাদের নাম বলতে পারেননি তিনি। এ সময় মাজারুল বলেন, টাকার জন্য তাকে নির্যাতন করা হয়েছে। পেটানো হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, বুধবার রাত ৮টার দিকে খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যায়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মাজারুলের মৃত্যু হয়।

এ বিষয়ে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস জানান, আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এমএইচ

Exit mobile version