Site icon Jamuna Television

ভোট দেয়ার ক্ষেত্রে মানুষের প্রতি সরকার ও ইসির চাপ নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিদেশি রাষ্ট্রদূতদের জানিয়েছেন, ভোট দেয়ার ক্ষেত্রে মানুষের প্রতি সরকার বা ইসির কোনো চাপ নেই। তবে ভোট বর্জনকারী দলগুলো তাদেরকে কেন্দ্রে না আসার চাপ দিতে পারে। ইসি কেবল ভোটারদের আমন্ত্রণ জানায়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনপ্রধানদের সঙ্গে বৈঠক করে ইসি। এ সময় নির্বাচনের অগ্রগতি নিয়ে ইসির কাছে জানতে চান প্রতিনিধিরা।

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে বিদেশিদের আগ্রহ ছিল বলে এ সময় উল্লেখ করেন সিইসি।

বিদেশিদের তথ্য প্রাপ্তির লক্ষ্যে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি মিডিয়া সেলের উদ্বোধন করেন কাজী হাবিবুল আউয়াল।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটারের সংখ্যা জানায় ইসি। এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৬২ জন। আর চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি।

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায়। আর ভোটগ্রহণ করা হবে রোববার (৭ জানুয়ারি)।

/এমএন

Exit mobile version