Site icon Jamuna Television

নাটোর: প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজসহ আহত হয়েছেন দু’পক্ষের অন্তত ছয়জন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতির গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় পরস্পরকে দায়ী করছেন ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা ১২টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয় সহ-সভাপতির অনুসারীরা। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শাহীনের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে এলে উভয়পক্ষ সামনাসামনি হয়ে পড়ে।

এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং ঘটনাটি সংঘর্ষে রুপ নেয়। এ সময় ইটপাটকেল ছোড়াসহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলেও জানান ওসি। গুলির খোসা পুলিশ উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, কেউ গুলিবিদ্ধ হয়েছে এমন তথ্য পুলিশের কাছে নেই। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এমএইচ

Exit mobile version