Site icon Jamuna Television

মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নামলো সুইডেনের তাপমাত্রা

ছবি: ডয়চে ভেলে

তীব্র শীতে জবুথবু অবস্থা সুইডেনের। বুধবার (৪ জানুয়ারি) দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে। দেশটির সর্বউত্তরের ন্যাপল্যান্ড পর্বত এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যেটি ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১৯৯৯ সালে দেশটির তাপমাত্রা নেমেছিল মাইনাস ৪৯ ডিগ্রিতে। খবর ডয়চে ভেলে।

সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ১৯৯৯ সালের পর সুইডেনে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার দেশটির অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল মাইনাস ৪০ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

গত কয়েকদিনের ক্রমাগত তাপমাত্রা হ্রাসের কারণে দেশটির উমেরা শহরে ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গা বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

/এনকে

Exit mobile version