Site icon Jamuna Television

যশোরে অস্ত্র কেনাবেচার অভিযোগে আটক ২

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোরে অস্ত্র কেনাবেচার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান জব্দ করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর রাতে যশোর শহরের সিটি কলেজপাড়ায় র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজপাড়া এলাকায় বুধবার মধ্যরাতে অবস্থান নেয় তাদের একটি দল। পরে অভিযান চালিয়ে ইমরুল হাসান ইমরান (২১) এবং কাজী তোফায়েল আহম্মেদ অভি (৩৫) নামে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা অবৈধ অস্ত্র কিনে যশোর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করার কথা স্বীকার করেছে। এছাড়া উদ্ধারকৃত ওয়ান শুটারগান কিনে করে বিক্রির উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল বলেও স্বীকার করেছে তারা।

জব্দকৃত আলামত ও আসামিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version