Site icon Jamuna Television

এবার নির্বাচনে নকল করে পাস হবে না: সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

সিনিয়র রিপোর্টার সিরাজগঞ্জ:

জনগণের জন্য যারা কাজ করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে তারাই নির্বাচিত হবে। এবার নির্বাচনে আর নকল করে পাস হবে না বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের প্রার্থী ও আসনটির বর্তমান এমপি আব্দুল মমিন মণ্ডলের উদ্দেশে তিনি বলেন, নকল কইরা পাস করছে, পরীক্ষা তো দেয় নাই। খোদাই মুসলমানি হইছে, এবার আর খোদাই মুসলমানি হবে না। এই জনগণ এবার মুসলমানি করাই ছাড়বে। ৭ তারিখে আপনারা (জনগণের দিকে ইশারা করে) মুসলমানি কইরা ছাড়বেন। এরপর সাতদিন পর এসে মাথায় পানি দেবো। আমি পানি ঢালুম। সাবধান, লতিফ বিশ্বাস ও আওয়ামী লীগ সম্পর্কে বেয়াদবি মন্তব্য করবেন না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারের পাশাপাশি এবার আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সজাগ রয়েছে। তাই কেউ যদি মনে করেন বিনা ভোটে  নির্বাচিত হবে, তবে তিনি বোকার স্বর্গে বাস করছে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যারা দীর্ঘ পাঁচ বছর কাজ করেনি তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

ভোটে জিতলে বর্তমান এমপি সরকারি অনুদানে কতটাকা মেরে খেয়েছেন, কার কার হক নষ্ট করেছেন তা একটা একটা করে হিসেব নেবেন বলেও মন্তব্য করেন তিনি।

/এনকে

Exit mobile version