Site icon Jamuna Television

২ দিন বাদে ভোট, রাস্তায় গণপরিবহনের সংকট

ভোটের বাকি আর মাত্র ২ দিন। তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বেশিরভাগ সড়কগুলোতে দেখা গেছে গণপরিবহনের সংকট। এতে বিপাকে পড়েছেন অফিসগামী থেকে শুরু করে সাধারণ মানুষ।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও বন্ধ থাকবে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল। আর তিনদিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। তবে নির্বাচনের ২ দিন আগেই গণপরিবনের সংকটে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে এ নিয়ে আলোচনা সমালোচনা।

ফেসবুকে অনেকেই ইতোমধ্যেই স্ট্যাটাস কিংবা বিভিন্ন গ্রুপে গণপরিবহন সংকট নিয়ে সরব হয়েছেন। তারা এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জয়নুল আবেদীন যমুনা নিউজকে বলেন, রাস্তায় গণপরিবহন না নামার বিষয়ে কোনো সরকারি নির্দেশনা নেই। নির্বাচন উপলক্ষে কিছু পরিবহনের রিকুইজিশন আছে। তবে এতে কোনো প্রভাব পড়ার কথা না বলে তিনি মনে করেন।

এটিএম/

Exit mobile version