Site icon Jamuna Television

প্রীতি ম্যাচে শুরু, আবার ক্রিকেট দিয়েই প্রচারণার ইতি টানলেন সাকিব

প্রীতি ম্যাচের পর রাতে সংবাদ সম্মেলন করেন সাকিব আল হাসান।

মাগুরা করেসপনডেন্ট:

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন ক্রিকেট খেলে। গত ১৮ ডিসেম্বর তিনি প্রচারণা শুরু করেন। আবার ক্রিকেট খেলেই নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শেষ করলেন এই টাইগার অলরাউন্ডার।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় সাবেক সতীর্থ নাসির হোসেনকে সাথে নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচে খেলেন সাকিব। তিনি এ সময় ব্যাট করে তরুণ ভোটারদের আকৃষ্ট করেন।

পরে নির্বাচনের প্রচারণার ইতি টেনে এবং ভুল ত্রুটি নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। রাত ৯টায় মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তার সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রচারণায় ভুলত্রুটি ও কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে সাকিবের পিতা মাশরুর রেজা কুটিল, ফুফাতো ভাই ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মেহেদী হাসান উজ্জ্বল উপস্থিত ছিলেন।


/এনকে

Exit mobile version